শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

প্রথম বর্ষ থেকে সিট বরাদ্দ চাই

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১৫ মে, ২০১৯, ১২:০৩ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসে। তাদের বাসা ভাড়া নিয়ে বসবাস করার সামর্থ্য নেই। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার সুষ্ঠু পরিবেশের জন্য একজন শিক্ষার্থীর প্রথম বর্ষ থেকে সিট প্রয়োজন। দুঃখের বিষয়, প্রতিটা হলে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এমনকি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা দুঃসহ যন্ত্রণায় মানবেতর জীবনযাপন করছে। তারা হলের গণরুমে অবস্থান করছে। চারজন ধারণকারী রুমে ১৫ জন গাদাগাদি করে থাকছে। অনেকেই অবস্থান করছে হলের ইনডোর গেমস রুম, হলের বারান্দা, পেপার রুম ইত্যাদিতে। কর্তৃপক্ষ চুপ করে বসে আছে। মশার আক্রমণ, ছারপোকার নির্যাতন, শীতের প্রকোপ, ঝড়বৃষ্টির ঝাপটা- সব মিলিয়ে ক্যাম্পাস জীবন নরক হয়ে ওঠে প্রতিটা শিক্ষার্থীর কাছে। তার ওপর শুরু হয় নোংরা রাজনীতির জঘন্য প্রাদুর্ভাব। একটি সিটের জন্য দুটি-তিনটি বছর বড় ভাইদের পেছনে নির্লজ্জের মতো ঘুরঘুর করতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম ঐতিহ্যবাহী হল সলিমুলল্গাহ মুসলিম হল। এখানে উদ্বাস্তুর মতো রাত্রিযাপন করে তিন শতাধিক নিয়মিত শিক্ষার্থী। অথচ হলে সিঙ্গেল রুম নিয়ে অবস্থান করছে অর্ধশতাধিক অবৈধ অছাত্র। মহামান্য আচার্য, প্রধানমন্ত্রী ও উপাচার্যসহ সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি।
মো. মাহবুবুর রহমান সাজিদ
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন