শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় তিন শতাধিক অসহায় মানুষ পেল ঈদ ও ইফতার সামগ্রী

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ মে, ২০১৯, ২:৪৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার তিন শতাধিক অসহায়-দরিদ্র মানুষের ঈদ ও ইফতার সামগ্রী বিতরণ করেছে মজিদ-নাহার ফাউন্ডেশন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির। গত ২০১১ সাল থেকে অসহায় মানুষদের আত্মনির্ভরশীল করতে নানা কর্মসূচি পালনের পাশাপাশি ঈদ ও রমজানে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে মজিদ-নাহার ফাউন্ডেশন। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ এ.এস.এম শফিকুল্লাহ্, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, মজিদ-নাহার ফাউন্ডেশনের সহসভাপতি এইচ.এম জাকারিয়া ও কোষাধ্যক্ষ এনায়েত হোসেন মিঠু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মজিদ-নাহার ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগ অন্যান্য বিত্তবানদের উৎসাহিত করবে। সব বিত্তবানরা যদি এই কাজে এগিয়ে আসেন তাহলে দরিদ্রতা কমে আসবে। আলোচনা শেষে তিন শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রীর প্যাকেট তুলে দেয়া হয়। প্রতিটি প্যাকেটে রয়েছে, চাল, ডাল, চিনি, তেল, ছোলা, দুধ, ট্যাং ও সেমাই। প্রতি বছরই মজিদ-নাহার ফাউন্ডেশন ঈদ সামগ্রীসহ কম্বল, সেলাই মেশিনসহ বিভিন্ন সময় আর্থিক সহায়তা দুঃস্থদের মাঝে করে থাকেন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন