শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

শিক্ষাঙ্গন

বাকৃবিতে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের নতুন কমিটি

বাকৃবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ মে, ২০১৯, ৫:৪২ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন।

এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে একোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. এম. এ. সালাম, কোষাধক্ষ্য হিসেবে ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. সাদিকুল ইসলাম, যুগ্নœ-সম্পাদক হিসেবে গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. লাভলু মজুমদার, সাংগঠনিক সম্পাদক হিসেবে এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাসরিন সুলতানা, প্রচার সম্পাদক হিসেবে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. চয়ন গোস্বামী, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ শরীয়ত-উল্লাহ্ , ক্রীড়া সম্পাদক হিসেবে ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকুর আহম্মেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক আসাদুজ্জামান সাগর, মহিলা সম্পাদক হিসেবে কৃষিব্যবসা ও বিপণন বিভাগের সহকারী অধ্যাপক দিলশাদ জাহান ইথেন নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সদস্য হিসেবে অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. মোহাম্মদ আল-মামুন, অধ্যাপক মোঃ জিল্লুর রহমান, অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. মোঃ আজহারুল ইসলাম, সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ূন কবির, সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাস নির্বাচিত হয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন