বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

জাতীয় জুনিয়র দাবা শুরু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ মে, ২০১৯, ৮:৪০ পিএম

একশ’ দাবাড়ুদের অংশগ্রহণে শুরু হয়েছে ওয়ালটন জাতীয় জুনিয়র (অনূর্ধ্ব-২০) দাবা প্রতিযোগিতা। এদের মধ্যে ৭০ জন বালক ও ৩০ জন বালিকা দাবাড়ু। এর আগে বুধবার বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. জাফর উদ্দিন। ১৯৭৯ সাল থেকে জাতীয় জুনিয়র (অনূর্ধ্ব-২০) দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এবারের এই জাতীয় জুনিয়র (উন্মুক্ত ও মহিলা) দাবা প্রতিযোগিতায় ঢাকা শহর ও দেশের বিভিন্ন জেলা থেকে আগত দাবাড়ুরা অংশ নিচ্ছেন। এবারের প্রতিযোগিতা দুটি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। একটি উন্মুক্ত ও অপরটি মহিলা। উন্মুক্ত বিভাগে খেলা হবে ৮ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে। আর মহিলা বিভাগে খেলাও হবে ৮ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে। আজ টুর্নামেন্টের খেলা শুরু হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন