বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গোবিন্দগঞ্জে চাঁদাবাজি-হয়রানী বন্ধের দাবীতে সিএনজি অটোরিক্সা চালকদের মহাসড়ক অবরোধ

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ মে, ২০১৯, ৩:১৮ পিএম

মহাসড়কে চাঁদাবাজি ও হয়রানী বন্ধের দাবীতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঘন্টাব্যাপী ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে সিএনজি অটোরিক্সা চালকেরা। বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জ থানা চার মাথা মোড়ে এ অবরোধ করা হয়। এসময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অবরোধকালে বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, বিভিন্ন পয়েন্টে নানাভাবে হাইওয়ে থানা পুলিশ সিএনজি চালকদের হয়রানি করছে। অনেক সময় মোটা টাকা দিয়ে তাদের গাড়ী ছাড়িয়ে নিতে হয়। এছাড়াও আসন্ন ঈদকে সামনে রেখে নানা সংগঠনের নামেও চাঁদাবাজি চলছে। তারা অবিলম্বে সকল রুটে যানবাহনে চাঁদাবাজি ও পুলিশি হয়রানী বন্ধের দাবী জানান। পরে প্রশাসনের কর্মকর্তাদের আশ^াসে অবরোধ তুলে নেয় তারা। শ্রমিকদের অভিযোগের বিষয়ে ২টা ৩৫মিনিটে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আকতারুজ্জামানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে মিটিংএ ব্যস্ত আছি বলে ফোন কেটেদেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন