সিলেটের ফেঞ্চুগঞ্জে লাইনচ্যুত হওয়া সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার করা হয়েছে। এতে করে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুর আড়াইটার দিকে ট্রেনটি উদ্ধার করে সিলেট থেকে যাওয়া রিলিফ ট্রেন।
সিলেট রেল স্টেশনের মাস্টার কাজি শহিদুর রহমান জানান, ট্রেনটি উদ্ধারের পর মাইজগাঁও রেল স্টেশনে রাখা হয়। এ সুযোগে কুলাউড়ায় আটকা পড়া ঢাকা থেকে ছেড়ে আসা পরাবত এক্সপ্রেস সিলেট পৌঁছে ফের ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পারাবত এক্সপ্রেস যাওয়ার পরই দুর্ঘটনা কবলিত ট্রেনটি সিলেটে আনা হবে।
এর আগে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ফেঞ্চুগঞ্জ-কুশিয়ারা সেতু পার হয়ে মল্লিকপুর এলাকায় সিলেটগামী জালালাবাদ ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সিলেট থেকে যাওয়া রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন