বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

পুরস্কৃত হলেন ‘ক্লোজআপ কাছে আসার অসমাপ্ত গল্প’-এর সেরা তিন গল্পকার

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ১৭ মে, ২০১৯, ১২:০৫ এএম

ক্লোজআপ আয়োজিত ভ্যালেন্টাইন ক্যাম্পেইন ‘ক্লোজআপ কাছে আসার অসমাপ্ত গল্প’ ২০১৯-এর বিজয়ী তিন গল্পকার হলেন রহিমা হোসেন বিউটি, সঞ্জয় ধর ও সামিউর রশিদ । সম্প্রতি এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী এই তিন গল্পকারের হাতে পুরস্কার তুলে দেয় ক্লোজআপ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড-এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সব ভালোবাসার গল্পের সমাপ্তি নেই, কিছু গল্প শেষ হয়েও হয় না শেষ। এই ভাবনা থেকেই এবার ‘ক্লোজআপ’ আয়োজিত কাছে আসার গল্প প্রতিযোগিতার মূলভাব ঠিক হয়েছিলো ‘ক্লোজআপ কাছে আসার অসমাপ্ত গল্প’। ১০ জানুয়ারি ২০১৯ থেকে ভালোবাসার অসমাপ্ত গল্পের আহ্বানের মাধ্যমে শুরু হয়েছিলো এই প্রতিযোগিতা। নির্ধারিত সময়ের মধ্যে সারা দেশ থেকে ২০ হাজারেরও বেশি গল্প জমা পড়ে ক্লোজআপ-এর ঠিকানায়। সেখান থেকে সেরা তিনটি গল্প নির্বাচন করেন সংশ্লিষ্ট বিচারকেরা। সেরা তিন গল্প নিয়ে নির্মিত হয় তিনটি নাটক। নাটকগুলো গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে একসাথে ১২টি চ্যানেলে প্রচারিত হয়। সঞ্জয় ধর রচিত ‘এই গল্পের নাম নেই’ নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন সাফা এবং শাওন। রহিমা হোসেন বিউটি রচিত ‘যে যেখানে দাঁড়িয়ে’ নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন মনোজ ও বৃষ্টি। সামিউর রশিদ রচিত ‘ছন্দ ছাড়া গান’ নাটকটির মূল চরিত্রে ছিলেন জনপ্রিয় তারকা সাবিলা ও প্রিতম। নাটক তিনটি পরিচালনা করছেন দেশের স্বনামধন্য তিন পরিচালক। প্রচারের সাথে সাথেই নাটক তিনটি পেয়েছে অভাবনীয় দর্শকপ্রিয়তা। এর প্রমাণ পাওয়া গেছে ক্লোজআপ বাংলাদেশ-এর ফেসবুক পেইজে অসংখ্য ফ্যানের লাইক ও কমেন্টে। যেসব দর্শক টেলিভিশনে নাটকগুলো দেখার সুযোগ পাননি কিংবা আবারও দেখতে চেয়েছেন তারা নাটকগুলো বায়স্কোপ লাইভ ডট কম এবং ক্লোজআপ-এর ইউটিউব চ্যানেলে উপভোগ করতে পারবেন সহজেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন