বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ফুরফুরা শরীফের পীরের ১৮তম ওফাত দিবস পালিত

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ মে, ২০১৯, ১২:০৪ এএম

ফুরফুরা শরীফের পীর এ কামেল মাদারজাদ ওলী সুলতানুল আরেফিন গাওসুল ওয়াক্ত হযরত ন’হুজুর পীর কেবলা (রহঃ) এর বড় সাহেবজাদা পীর আল্লামা হযরত মাওলানা বাকী বিল্লাহ্ সিদ্দিকী (রহঃ) এঁর ১৮ তম ওফাত দিবস গতকাল বৃহস্পতিবার পালিত হয়। দিবসটি পালনে এপার বাংলা এবং ওপার বাংলায় মিলদ ও দোয়া মাহফিলের আয়োজন করে জমিয়তে জাকেরীণ। এ উপলক্ষ্যে ঝিনাইদহের সায়াদাতিয়া খানকাহ শরীফে জিকির ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা হাসান মাহমুদ ও হাফেজ আক্তার হোসেন। শহরের কালিকাপুর বটতলা বাজার মসজিদে দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাহদী। এছাড়া দিবসটি পালনে ঢাকা, খুলনা ও সৌদি আরবের মদিনা শরীফে খাছ দোয়ার মাহফিল করা হয়। এদিকে পীর আল্লামা হযরত মাওলানা বাকী বিল্লাহ্ সিদ্দিকী (রহঃ) এঁর একমাত্র সাহেবজাদা জমিয়তে জাকেরিণের মুখ্য নির্দেশক পীরজাদা মাওলানা মোহাঃ আল্লামা জবিহহুল্লাহ সিদ্দিকী বলেছেন, দাদা হুজুর কেবলার এই হক সিলসিলা দুই বাংলায় ইসলামের আলো প্রজ্বলন করে যাবে কেয়ামত পর্যন্ত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন