বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

কুরআনের রেফারেন্স টেনে সংলাপ, বিপাকে অর্জুনের সিনেমা!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মে, ২০১৯, ৯:৩৬ পিএম

বলিউডে মুক্তি পাবে অর্জুন কাপুর অভিনীত ‘ইন্ডিয়া মোস্ট ওয়ান্টেড’। কিন্তু সিনেমাটির ট্রেলার মুক্তির পর বিতর্ক ছড়িয়েছে পুরো ভারত জুড়ে। কারণ ছবিটির ট্রেলারে দেখা গিয়েছিল একটি দৃশ্যে কোরআন ধর্মগ্রন্থের রেফারেন্স টেনে এনে সংলাপ বানিয়েছেন পরিচালক রাজ কুমার গুপ্তা। আর তাতেই আপত্তি দেখানো হয় সেন্সর বোর্ডের তরফ থেকে। বোর্ডের তরফ থেকে জানানো হয় কোরআন সংলাপটি বাদ দিলে তবেই মুক্তি পাবে এই সিনেমাটি।

সম্প্রতি বিষয়টি নিয়ে এক সাক্ষাত্কারে পরিচালক জানান, ‘প্রথমে আমরা এই সংলাপটি টিজারে দেখাই। এরপর সিনেমা মুক্তির অনুমতির জন্য যখন সেন্সরে জমা দেওয়া হয়, তখন সেন্সর বোর্ড জানায় এই সংলাপ বাদ দিতে হবে। তারা আমাদের জিজ্ঞাসা করেন আমরা কী বাদ দেব এই সংলাপটি? কারণ কোরআন খুব সংবেদনশীল। তাই বাধ্য হয়ে সংলাপটি বাদ দিলাম। আমরা কোনো ধর্মের ভাবাবেগে আঘাত আনতে দেব না। শ্রদ্ধা থেকেই বাদ দিলাম এই সংলাপটি।’

আগামী ২৪ মে মুক্তি পাবে ‘ইন্ডিয়া মোস্ট ওয়ানটেড’। মূলত ইয়াসিন ভাটকালের গ্রেফতার ও তাকে গোপনে আটকে গ্রেফতার করার বিষয় উঠে আসবে এই সিনেমাতে। সিনেমা প্রসঙ্গে পরিচালক জানান, ‘এটা এমন একটি সিনেমা যেটি সত্য ঘটনা অবলম্বনে বানানো হয়েছে। ভারতে ঘটে যাওয়া সেনাদের বাহাদুরি নিয়ে বানানো হয়েছে এই সিনেমাটি। আমি সবাইকে সিনেমাটি দেখার জন্য অনুরোধ করব।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন