বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ডিম ফেলে দেয়া স্থান পরিদর্শনে হাইওয়ে এসপি

বড়াইগ্রাম (নাটোর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৮ মে, ২০১৯, ১২:১১ এএম

বড়াইগ্রামে চাহিদামত উৎকোচ না পেয়ে রাস্তায় ফেলে তিন লাখ টাকার ডিম নষ্ট করার ঘটনাটি ইনকিলাবসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ায় টনক নড়েছে প্রশাসনের। শুক্রবার সংবাদ প্রকাশ হলে দুপুরেই বগুড়া অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম তদন্তের অংশ হিসাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। দুপুর ১২টার দিকে তিনি বগুড়া থেকে নাটোরের বড়াইগ্রামের আগ্রান সূতিরপাড়ে আসেন। পরিদর্শনকালে তিনি ঘটনাস্থলে পরে থাকা কয়েক টুকরা কাটা রশিসহ অন্যান্য আলামত সংগ্রহ করেন। একই সঙ্গে তিনি স্থানীয় লোকজনসহ ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেন। এ সময় সেখানে বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক, ইউপি সদস্যসহ স্থানীয় কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন। পরে তিনি সেখান থেকে বনপাড়া হাইওয়ে থানায় যান। সেখানে তিনি বিষয়টি নিয়ে থানার ওসি আলিম হোসেন শিকদারসহ রাতের পেট্রোল ডিউটিতে থাকা পুলিশ সদস্যদের সঙ্গেও কথা বলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন