বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইসলামী ছাত্র মজলিস ক্যাম্পাস বিভাগের

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : ১৮ মে, ২০১৯, ১২:১১ এএম

একজন ছাত্রকে শুধু মেধাবী বা ভাল ছাত্র হলে হবে না বরং তাকে ভাল মানুষ হতে হবে। অর্থাৎ একজন ছাত্রের মাঝে ভাল ছাত্র এবং ভাল মানুষ দুই গুণের সমন্বয় থাকতে হবে। আর ইসলামী ছাত্র মজলিস হচ্ছে আদর্শ মানুষ তৈরীর সংগঠন।
বৃহস্পতিবার বিকেলে হোটেল ডালাসে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর ক্যাম্পাস বিভাগ আয়োজিত ইফতার মাহফিল পূর্ব এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল অধ্যাপক কাজী আতাউর রহমান উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর শাখার অফিস ও প্রচার সম্পাদক লিটন আহমদ জুম্মানের সভাপতিত্বে এবং মদন মোহন কলেজ শাখার সভাপতি নাজমুল ইসলাম ও এম.সি কলেজ শাখার সভাপতি মিজানুর রহমানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাবেক প্রশিক্ষণ সম্পাদক প্রিন্সিপাল মনজুরে মাওলা, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, ছাত্র মজলিস সিলেট মহানগর সভাপতি আফজাল হোসাইন কামিল, সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশের প্রিন্সিপাল মোহাম্মদ মুহিউদ্দিন, ইসলামী ছাত্র মজলিস শাবিপ্রবি শাখার সভাপতি রুবেল আহসান, খেলাফত মজলিস সিলেট মহানগর পেশাজীবী সম্পাদক মু. নজরুল ইসলাম, সিলেট মহানগর পাঠাগার সম্পাদক মঈনুল হক, বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম জলিল, সুনামগঞ্জ জেলা বায়তুলমাল সম্পাদক ইসমাঈল হোসেন মুবিন। উপস্থিত ছিলেন আব্দুল আলী, ইমদাদুল হক ইমরান, রুবেল আহমদ, মোস্তফা আহমদ সোহান, মোশাররফ আবেদীন জয়, সৈয়দ আহলান জাদিদ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন