শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

শিক্ষাঙ্গন

পরশুরামে সলিয়া ফাতেমাতুজ্জোহরা (রাঃ আঃ) মাদরাসার পাশের হার শতভাগ

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মে, ২০১৯, ৮:০০ পিএম

অলিয়ে কামেল শাহ সুফি কামাল মামা শাহ্ (রাঃ আঃ) এর সুপ্রতিষ্ঠিত হযরত সলিয়া হযতর ফাতেমাতুজ্জোহরা (রাঃ আঃ) দাখিল মাদরাসায় ফলাফলের দিক দিয়ে এ বছর ২০১৯ সালে ৯৯% পাশ করে কৃতিত্বের সাথে পরশুরাম উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। অথচ দীর্ঘ দিন যাবত প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাগণ কমিটি প্রদত্ত স্বল্প ভাতায় পাঠদান করে মানবেতর জীবন যাপন করে আসছে। প্রতিষ্ঠানটি ১৯৯৮ইং সনে প্রতিষ্ঠিত হয়ে ২০০৫ সালে পাঠদানের অনুমতি লাভ করে। অনুমতি পাওয়ার পর থেকে অদ্যবধি প্রতিষ্ঠানটি পাবলিক পরীক্ষায় ভাল ফলাফল করে আসছে। বেশ কয়েক বার শত ভাগ পাশ করে অত্র এলাকার গৌরব অর্জন করেছে এই প্রতিষ্ঠানটি। এ বছর ৩১জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ গ্রহন করে ৩০জন কৃতিত্বের সহিত পাশ করেছে। কিন্তু অদ্যবদি প্রতিষ্ঠানটি স্বীকৃতিপ্রাপ্ত ও এমপিওভূক্ত না হওয়ায় শিক্ষক শিক্ষিকাবৃন্দ হতাশ গ্রস্থ হয়ে মানবেতর জীবন যাপন করছে। তাই অত্র এলাকার জনগণের প্রাণের দাবী অত্র প্রতিষ্ঠানটি এমপিও ভূক্ত করণ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন