শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বাঙলা নাট্যদলের জহির আলম নাট্যোৎসব

প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বাঙলা নাট্যদলের আয়োজনে দ্বিতীয়বার অনুষ্ঠিত হতে যাচ্ছে জহির আলম পথ নাট্যোৎসব। দলের প্রতিষ্ঠাতা হম সহিদুজ্জামান ও আবিদ আহমেদের উদ্যোগে আজ দনিয়ার একে স্কুল অ্যান্ড কলেজে শহীদ মিনার প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান উদ্বোধন করবেন বাংলদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মÐলির সদস্য ঝুনা চৌধুরী, সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান, বাংলাদেশ পথ নাটক পরিষদের সাধারণ সম্পাদক নাট্যজন মিজানুর রহমান, গ্রæপ থিয়েটার ফেডারেশনের ঢাকা মহানগরীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ গিয়াস এবং দনিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য জহির আলমের ছেলে মো. শাহ আলম। উৎসব সম্পর্কে দল প্রধান আবিদ আহমেদ জানান, দনিয়াতে আমরা একটা সাংস্কৃতিক বলয় তৈরি করেছি। এবারের নাট্যোৎসবে অংশগ্রহণ করেছে পদাতিক নাট্য সংসদ (টিএসসি), ঢাকা মৌলিক নাট্যদল, খেয়ালী নাট্যগোষ্ঠী, নাট্যেপুরান ও বাঙলা নাট্যদল। জনপ্রিয় প্রযোজনা বাঙলা নাট্যদলের পথ নাটক মুক্তির ছিন্ন দলিল নাটকটি প্রদর্শনী হবে। নাটকটির গল্প মুক্তিযুদ্ধের আবহে গড়ে উঠেছে। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর অত্যচার, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছিল দেশের মানুষ। তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল আমাদের বাংলার দামাল ছেলেরা। পাক হানাদারকে সাহায্য করেছিল এদেশের গুটিকয়েক চিহ্নিত রাজাকার। আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি কিন্তু এখনো চলছে হত্যা, গুম ও ধর্ষণ। নাটকটি রচনা করেছেন নাসির আহমেদ ও নির্দেশনায় হম সহিদুজ্জামান। নাটকটি অভিনয় করেছেন আবিদ আহমেদ, মৃত্তিকা হাসান প্রিয়ন্তী, সেলিম বহুরুপি, মেহজাবীন রাত্রি, নাসির আহমেদ, জামিল উদ্দিন লোটাস, সুবর্ণা আক্তার, সৈয়দ পার্ল, শামীম চৌধুরী, পলাশ খান, স্বচ্ছ প্রধান, মাসুদ তালুকদার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন