বিনোদন ডেস্ক : বাংলাদেশর মানুষ চিরদিনই সঙ্গীতপ্রিয়। এজন্য বিভিন্ন টেলিভিশনের সঙ্গীতবিষয়ক অনুষ্ঠানগুলো বেশ জনপ্রিয়। এর মধ্যে ভিন্নভাবে উপস্থাপনের মাধ্যমে বৈশাখী টেলিভিশনের সরাসরি স¤প্রচারিত হয় মিউজিক্যাল প্রোগ্রাম ‘দ্য মিউজিক ট্রেন’। অনুষ্ঠানের প্রতি পর্বে উপস্থিত থাকেন একজন শিল্পী। সঞ্চালক অতিথির সাথে গান বিষয়ক নানা আলোচনা করেন। প্রতি পর্বে প্লে লিস্ট-এ ১০টি করে গানের তালিকা দেয়া হয়, যা দর্শক তাদের পছন্দ অনুযায়ী ফোন এবং এসএমএস এর মাধ্যমে প্রচারের অনুরোধ জানাতে পারেন। এছাড়া নতুন গান এবং অ্যালবাম সম্পর্কে থাকে নানা খোঁজ খবর। সানিয়া সুলতানা লিজার উপস্থাপনায় এবং এসআর রুমেলের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হচ্ছে প্রতি শনিবার রাত ৮টায়। প্রযোজক এসআর রুমেল বলেন, আমরা ভিন্নভাবে অনুষ্ঠানটির আয়োজন করি। শ্রোতাদের বিনোদনের চাহিদা পূরণে তাদের মতামতকে অগ্রাধিকার দেই। অনুষ্ঠানে আধুনিক গান-বাজনার বিষয়গুলো তুলে ধরি। শ্রোতাদের কাছ থেকেও প্রচুর সাড়া পাই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন