শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সাভারে প্রিন্স ফুডকে ১২ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : | প্রকাশের সময় : ২১ মে, ২০১৯, ১২:০৪ এএম

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগে সাভারে একটি খাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে ১২ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। এছাড়া কারখানাটির কর্তৃপক্ষতে ৭দিনের সময় বেধে দিয়ে সর্তক করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের বাগবাড়ি এলাকার ‘প্রিন্স ফুড পোডাক্টস লিমিটেড’ কারখানায় র‌্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন এ অভিযান পরিচালনা করেন। দীর্ঘ দিন ধরে পিন্স ফুড পোডাক্টস কর্তৃপক্ষ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি, সেমাই, দইসহ বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য তৈরির পর বিক্রি করে আসছিলো। স্থানীয়দের অভিযোগের ভিতিত্বে ওই কারখানায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত।
র‌্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন জানান, কারখানায় ঢুকে আমি হতবাক। তাদের তৈরী মিষ্টির মধ্যে পোকামাকড়, মাছি পড়ে রয়েছে। আর এই অবস্থায় মিষ্টিগুলো দোকানে সরবরাহের জন্য রেডি ছিল। এছাড়া আগের তৈরী দই অগ্রীম তারিখ লাগিয়ে মার্কেটে সরবরাহ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। অপরিস্কার অপরিচ্ছন্নভাবে শ্রমিকের ঘাম মিশে তৈরী হতো লাচ্ছা সেমাই। শয়াসস ও টমেটো সস তৈরীতে পচা পুদিনা ও ধনিয়াপাতা ব্যবহার করতো তারা, যা ছিল খুবই দুর্গন্ধ। তাদের ল্যাবে ২০১৩সালের ক্যামিকেলও পাওয়া গেছে। তিনি বলেন, নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটিকে ১২লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৭দিনের মধ্যে তারা তাদের সমস্যা সমাধান করবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। তাই তাদের ৭দিনের সময় দেয়া হয়েছে। অভিযানে এসময় র‌্যাব-৪ এর এএসপি আলী মোহাম্মদ আব্দুল্লাহসহ র‌্যাবের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মোঃ নাজির মিয়া ২১ মে, ২০১৯, ৮:৩১ এএম says : 0
আমার জানা মতো ভালো হছে
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন