শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঝালকাঠিতে বিএনপির স্মারকলিপি

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ মে, ২০১৯, ১১:৫৫ এএম

কৃষকের ধানের ন্যায্য মূল্য প্রদান ও পাটকল শ্রমিকদের জাতীয় মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া মজুরীসহ ৯ দফা মেনে নেওয়ার দাবিতে ঝালকাঠিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জেলা বিএনপি। মঙ্গলবার সকাল ১০টায় জেলা বিএনপিসাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরের নেতৃত্বে নেতাকর্মীরা স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক মো. হামিদুল হক স্মারকলিপি গ্রহণ করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির বাবুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সহসাংগঠনিক সম্পাদক নাসিমুল হাসান, শ্রমিকদল সভাপতি টিপু সুলতান ও সাধারণ সম্পাদক মামুন অর রশীদ। স্মারকলিপি প্রদান শেষে জেলা বিএনপিসাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর বলেন, বোরো ধানের দাম নিয়ে কৃষকদের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে। উৎপাদিত ধানের মূল্য খরচের চেয়ে অনেকগুন কম পাচ্ছেন কৃষকরা। ধানের ন্যায্য মূল্য দিতে হবে সরকারকে। সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার দাবি জানান তিনি। পাশাপাশি পাটকল শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ারও দাবি জানানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন