বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মোদি চায়, আমাকে মেরে ফেলা হোক : কেজরি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মে, ২০১৯, ১২:০৩ এএম

শনিবার ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তার হাতে খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করে বিতর্ক উস্কে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। সোমবার সেই আশঙ্কার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চাইছেন, তাকে হত্যা করা হোক। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন কেজরিওয়াল। দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ায় সেখানকার পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে নিজের নিরাপত্তায় পূর্ণ রাজ্য শাসনের দাবি তোলেন কেজরিওয়াল। ওই দাবি তোলার সময়ে তিনি ব্যক্তিগত কর্মকর্তার হাতে খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করেন। কেজরিওয়ালের আশঙ্কার জবাবে সিনিয়র বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী বিজয় গোয়েল টুইট পোস্টে হিন্দিতে লেখেন, ‘আমি মর্মাহত যে, নিজের ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তাকে নিয়ে সন্দেহ প্রকাশ করার মধ্য দিয়ে আপনি দিল্লি পুলিশের নামে দুর্নাম ছড়ালেন। ভালো হয়, যদি আপনি নিজেই আপনার নিরাপত্তা কর্মকর্তা বেছে নেন। সাহায্য দরকার হলে আমাকে বলতে পারেন। আপনার দীর্ঘায়ু কামনা করছি’। বিজয় গোয়েল এর পোস্টের জবাবে টুইটারে কেজরিওয়াল হিন্দিতে লেখেন, ‘জনাব বিজয়, আমার নিরাপত্তা কর্মকর্তা নয় বরং মোদিই চায় আমাকে মেরে ফেলা হোক’। এর আগে পাঞ্জাবভিত্তিক একটি টেলিভিশন চ্যানেলে কেজরিওয়াল আশঙ্কা প্রকাশ করেন, সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মতো তিনিও ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তার হাতে খুন হতে পারেন। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন