শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

অধিকার বঞ্চিত এতিম-দরিদ্র কৃষকরা মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ মে, ২০১৯, ১২:০৩ এএম

 বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা শাহ আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, ধনী-গরিব সবাই আল্লাহর বান্দা। সম্পদশালীদের মালের মধ্যে দরিদ্র-অসহায়দের হক রয়েছে। ইসলামী বিধান মতে ধনীরা গরিবের প্রাপ্য অধিকার যাকাত প্রদান না করায় এতিম দরিদ্র ও অসহায়রা এবং কৃষকরা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। গতকাল মঙ্গলবার বিকেলে কামরাঙ্গীরচরস্থ খেলাফত মিলনায়াতন খেলাফত আন্দোলন ঢাকা মহানগরী এতিম সাথে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। নগর আমীর ও কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদীর এতে সভাপতিত্ব করেন।
মাওলানা শাহ আতাউল্লাহ হাফেজ্জী আরো বলেন, কৃষকরা ধান উৎপাদন না করলে দেশ খাদ্যসংকটে পরবে। অধিক খরচে উৎপাদন করে ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে না পেরে কৃষকরা পাকা ধান ক্ষেতে আগুন দিচ্ছে। সরকারের উচিৎ সিন্ডিকেটচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং ভর্তুকি দিয়ে হলেও কৃষকের শ্রমের মূল্যায়ন করা। এতে বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী ও মাওলানা সাজেদুর রহমান ফয়েজী।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন