বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শাহজালালে সোয়া ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ মে, ২০১৯, ১২:৩১ এএম

রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোয়া ৩ কোটি টাকার স্বর্ণের বারসহ রাজিব দেওয়ান (৩৫) নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ। গত সোমবার রাত ১১টার দিকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তাকে আটক করা হয়। আটক রাজিব মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের নাহা পাড়ার নুরুল ইসলাম দেওয়ানের ছেলে।
ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী বলেন, সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (এসকিউ-৪৪৬) ওই যাত্রী ঢাকায় আসেন। বিমানবন্দর নেমে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তার কাছে কোনো শুল্ক কর আরোপযোগ্য পণ্য থাকার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি অস্বীকার করেন। এ সময় দেহ তল্লাশি করতে গেলে তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করলে গোয়েন্দাদের সন্দেহ হয়। পরে আর্চওয়ে মেশিনের মাধ্যমে তল্লাশি করে তার প্যান্টের বিভিন্ন অংশ থেকে লুকানো অবস্থায় সাদা রঙয়ের স্কচটেপে মোড়ানো ৬টি প্যাকেট উদ্ধার করা হয়।
এসব প্যাকেটের ভেতর থেকে প্রতিটি ১০০ গ্রাম ওজনের ৬৫টি স্বর্ণবার পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় সোয়া ৩ কোটি টাকা। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন