শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান আর নেই

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ মে, ২০১৯, ১:৫১ পিএম | আপডেট : ২:৪২ পিএম, ২২ মে, ২০১৯

ফেনীর সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য সোমবার (২০ মে) দিনগত রাতে তাকে ঢাকায় আনা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সবশেষ বুধবার সকাল সাড়ে ১০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় ছাগলনাইয়া সরকারী পাইলট হাই স্কুল মাঠে জানাযা শেষে মরহুমের লাশ পূর্ব ছাগলনাইয়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি ফেনী জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন।কমান্ডার মীর হান্নানের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আখতার, ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ও সভাপতি আবদুর রহমান বিকম, ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক প্রকল্প সম্পাদক আবদুস সালাম মজুমদার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন