বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সুবিধাবঞ্চিতদের পাশে ইফতার ভেন্ডিং মেশিন নিয়ে রবি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ মে, ২০১৯, ৫:৪৫ পিএম

দেশে প্রথমবারের মতো ডিজিটাল ভেন্ডিং মেশিন ব্যবহার করে ‘আমার ইফতার’ নামে অনন্য একটি উদ্যোগ হাতে নিয়েছে রবি। এর মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করছে অপারেটরটি। প্রকল্পটি বাস্তবায়নে সহযোগী হিসেবে আছে আর্ত-মানবতার সেবায় নিয়োজিত বিদ্যানন্দ ফাউন্ডেশন। বাংলাদেশের বিভিন্ন স্থানে ডিজিটাল ইফতার ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশুরা শুধু ভেন্ডিং মেশিনে তাদের আঙুলের ছাপ দিয়ে নির্ধারিত ইফতার সংগ্রহ করতে পারছেন। বিকাল ৪টা থেকে ইফতারের আধ ঘন্টা আগ পর্যন্ত ইফতার বিতরণ করা হয়।

রবি’র গ্রাহকরা ৪৩ টাকা ও ১১৮ টাকা রিচার্জ বান্ডল কেনার মাধ্যমে মহতী এই উদ্যোগে অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন। গ্রাহকদের পক্ষ থেকে প্রতি ৪৩ টাকা রিচার্জে ২ টাকা এবং প্রতি ১১৮ টাকা রিচার্জে ৪ টাকা প্রদান করছে রবি। ৪৩ টাকা ও ১১৮ টাকা রিচার্জ বান্ডল অফারের আওতায় যথাক্রমে ৭ দিন ও ১০ দিন মেয়াদে ৭৫ মিনিট ও ২১৫ মিনিট টকটাইম পাচ্ছেন গ্রাহকরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন