রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

লন্ডন থেকে নিউইয়র্ক মাত্র ৯০ মিনিট

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৩ মে, ২০১৯, ১২:০৫ এএম

লন্ডন থেকে নিউইয়র্কের দূরত্ব ৩ হাজার ৪৫৯ মাইল। বর্তমানে বিমানে করে লন্ডন থেকে নিউইয়র্কে যেতে সময় লাগে প্রায় ৭ ঘণ্টা। অর্থাৎ গড়ে ঘণ্টায় ৫শ’ মাইল গতিতে ছুটে যায় বিমান। তবে এমন দিন আর বেশি দূরে নয় যখন মাত্র ৯০ মিনিটেই লন্ডন থেকে পৌঁছে যাওয়া যাবে নিউইয়র্কে। এমনই একটি হাইপারসনিক বিমান তৈরি করছে হারমিস নামের একটি স্টার্টআপ সংস্থা। ওই সংস্থার দাবি, ঘণ্টায় তিন হাজার মাইল বেগে ছুটতে পারবে তাদের তৈরি বিমানটি। যা শব্দের গতির চেয়েও পাঁচ গুণ বেশি হবে। এই হাইপারসনিক বিমান বানাতে লগ্নি করছে খোসলা ভেনচারস। যদিও নতুন এই বিমানটি সম্পর্কে বিশেষ কিছু জানাতে চায়নি হারমিস। শুধু জানানো হয়েছে, বিখ্যাত বিখ্যাত গবেষকদের একটি দল তাদের এই হাইপারসনিক জেট নিয়ে দিনরাত কাজ করে চলেছে। খুব দ্রুত এ বিষয়ে জানানো হবে। রয়টার্স

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন