বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বৈধতা পেল মানুষের লাশ থেকে জৈবসার উৎপাদন

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৩ মে, ২০১৯, ১২:০৫ এএম

মানুষের লাশ থেকে জৈবসার উৎপাদনকে বৈধতা দিয়েছে ওয়াশিংটন। এমন ঘটনা যুক্তরাষ্ট্রে এটাই প্রথম। মঙ্গলবার অঙ্গরাজ্যের গভর্নর জে ইন্সলে মানুষের লাশ সৎকারে ‘প্রাকৃতিক জৈব’ পদ্ধতিবিষয়ক একটি বিলে স্বাক্ষর করেন। নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানায়, জৈব সার উৎপাদনের অংশ হিসেবে এ পদ্ধতিতে লাশকে কাঠের কুচি ও খড়ের সঙ্গে মিশিয়ে রেখে দেওয়া হবে। এতে করে কয়েক সপ্তাহের মধ্যেই তা সারে পরিণত হবে। অঙ্গরাজ্যের সিয়াটলভিত্তিক পিপলস মেমোরিয়াল অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক নোরা মেনকিন বলেন, ‘এ পদ্ধতির মাধ্যমে মৃত্যুর পর আমাদের শরীরকে অর্থপূর্ণ কোনো কাজে লাগানো সম্ভব হবে।’ লাশকে জৈব সারে পরিণত করে সৎকার করাকে শবদাহ কিংবা কবর দেয়ার চেয়ে বেশি প্রকৃতিবান্ধব বলে উল্লেখ করা হচ্ছে। এ পদ্ধতির সমর্থকদের দাবি শবদাহ বা কবর দেয়া মাটিকে দূষিত করে। শুধু তাই নয়, কফিনগুলো মাটির নিচেও জায়গা দখল করে রাখে। এ উদ্যোগের পৃষ্ঠপোষক সিয়াটলের ডেমোক্র্যাট সিনেটর জেমি পেডারসেন বলেন, ‘কারো অন্ত্যেষ্টিক্রিয়ার মধ্য দিয়ে প্রকৃতি বা মাটিকে এত ভারী বোঝা দেওয়া একেবারে অনুচিত।’ বিশ্ববিদ্যালয়ে স্নাতক করার সময় লাশকে জৈব সারে রূপান্তরের এ ধারণা পান পেডারসেনের অন্যতম সঙ্গী এবং লাশকে সারে রূপান্তরবিষয়ক সংগঠন রিকম্পোজের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাটরিনা স্পেড। পশুদের লাশ থেকে বহু যুগ ধরেই কৃষকরা এভাবে সার উৎপাদন করে আসছেন। নিউইয়র্ক পোস্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন