শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পশ্চিমবঙ্গে তৃণমূল ও বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মে, ২০১৯, ১১:১০ এএম

ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনার শুরুতেই বিজেপি জোটকে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে। তবে পশ্চিমবঙ্গে প্রাথমিকভাবে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে সামান্য এগিয়ে থাকতে দেখা গেলেও খুব একটা পিছিয়ে নেই বিজেপি।

শেষ খবর পাওয়া পর্যন্ত তৃণমূল কংগ্রেস পেয়েছে ১৮টি আসনে এগিয়ে রয়েছে এবং বিজেপি ১৬টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে কংগ্রেস একটি আসনে এগিয়ে রয়েছে।

গতবারের থেকে ক্ষমতাসীন তৃণমূল এখনো ১১টি আসনে পিছিয়ে রয়েছে। অন্যদিকে বিজেপি ১৪টি আসনে এগিয়ে রয়েছে। এ রাজ্যে মোট ৪২টি আসন রয়েছে।

সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনা। প্রথমে পোস্টাল ব্যালটের গণনা শুরু হয়েছে। এর পরেই ইভিএম গণনা। সারা ভারত থেকে ফলাফলের খবর আসছে। বিকেল নাগাদ ফলাফল স্পষ্ট হবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। নির্বাচনের প্রেক্ষিতে যেসব তারকা প্রার্থীর নাম উঠে আসছে তাঁরা হলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন