মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মোদীর ফেরার ইঙ্গিতেই সেনসেক্সে সর্বকালীন রেকর্ড, প্রায় ৪০ হাজার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মে, ২০১৯, ১:০৪ পিএম

বোম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) সেনসেক্সের সূচক ৭৯১ পয়েন্ট বেড়ে গিয়ে পৌঁছে গেল প্রায় ৪০ হাজারে। হল ৩৯, ৯০১. ৫৯। যা এর আগে হয়নি কোনও দিন।

ভোটগণনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের প্রত্যাবর্তনের ইঙ্গিত জোরালো হয়ে উঠতেই বৃহস্পতিবার শুরু থেকেই চাঙ্গা হয়ে উঠল দেশের শেয়ার বাজার। উর্ধ্বমুখী সূচকের নিরিখে গড়ে ফেলল সর্বকালীন রেকর্ড।

বোম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) সেনসেক্সের সূচক ৭৯১ পয়েন্ট বেড়ে গিয়ে পৌঁছে গেল প্রায় ৪০ হাজারে। হল ৩৯, ৯০১. ৫৯। যা এর আগে হয়নি কোনও দিন।

পাল্লা দিয়ে বাড়ল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) নিফটির সূচকও। ২৩১ পয়েন্ট বেড়ে গিয়ে নিফটির সূচক হল ১১, ৯৬৮.৯৫।

নিফটির সূচক বাড়ার সঙ্গে সঙ্গে তেজি হয়ে উঠেছে বেশ কয়েকটি শিল্প সংস্থার শেয়ারের দাম। তাদের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে আদানি স্পোর্টসের শেয়ারের দাম। ৭.৩৬ শতাংশ। তার পরেই রয়েছে যথাক্রমে ইন্দাসইন্দ ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক ও ভারত পেট্রোলিয়াম।

সূত্র: আনন্দবাজার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন