মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

স্বরূপকাঠিতে ইন্টারপোলের পরিচয় দিয়ে প্রতারনার অভিযোগে তিনজন গ্রেফতার

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ মে, ২০১৯, ২:৫৪ পিএম

স্বরূপকাঠিতে ইন্দুরহাটে ইন্টারপোলের ভূয়া পরিচয়ে চাঁদাবাজি করতে এসে তিন প্রতারক পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন নাটোর জেলা সদরের ভুষনকাঠি এলাকার সেলিম আহমেদের পুত্র শাহিন আলম(৩৫), মাদারীপুর জেলার রাজৈর এলাকার গোলাম মোস্তফার পুত্র হাবিবুর রহমান(৩২) ও ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার রিয়াজ উদ্দিনের পুত্র খলিল হাওলাদার। গত বুধবার রাতে ইন্দুরহাট বন্দর থেকে ব্যবসায়ীদের সহয়তার পুলিশ তাদের গ্রেফতার করেন।
ইন্দুরহাট বন্দরের হোটেল ব্যবসায়ী মো. শাহিন মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পর বৃহসপতিবার গ্রেফতারকৃতদের পিরোজপুর কোর্টে পাঠানো হয়।
বন্দরের ব্যবসায়ী ও পুলিশ সুত্রে জানাগেছে উল্লেখিত প্রতারকরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে নিজেদের ইন্টারপুলের সদস্য হিসেবে পরিচয় দেয়। তারপর ভেজাল বিরোধী অভিযানের কথা বলে এবং মোবাইলে ছবি করতে গেলে ব্যবসায়ীদের সন্দেহ হয়। একপর্যায় ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে তাদের জিজ্ঞাসাবাদ করার ফাঁকে পুলিশে খবর দেন। পরে থানা থেকে পুলিশ যেয়ে প্রতারকদের আটক করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন