মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মোদির জন্য সারাদিন উপোসে যশোদাবেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মে, ২০১৯, ৫:১১ পিএম

ভোর থেকেই উপবাস। একেবারেই নির্জলা। ভারত জুড়ে সকাল ৮টা থেকে ভোটগণনা শুরু হয়েছে। প্রথম এক ঘণ্টা টিভির দিকে তাকাননি যশোদাবেন। সবাই যখন টিভির সামনে, যশোদাবেন মোদি তখন অম্বাজি মাতার মন্দিরে। পুজো দিচ্ছেন। প্রার্থনা করছেন। কামনায়, নরেন্দ্র মোদির নেতৃত্বে তিনশোর বেশি আসন। শুধু অম্বাজি নয়, উঞ্ঝার ওই মন্দিরে মহাকালেশ্বরের লিঙ্গও রয়েছে। প্রার্থনা করছেন তার কাছেও।

বৃহস্পতিবার আবেগে ভেসে যাওয়া গলায় যশোদাবেন বলেন, ‘খুশ হুঁ। আজ ম্যায় বহত খুশ হুঁ। আমি তো এটাই প্রার্থনা করে এসেছি।’ তিনি বলেন, ‘মোদি সাহেব যাতে ৩০০-রও বেশি আসন নিয়ে ফের সরকারে আসেন, সে জন্য ব্রত করেছি। উপোস ওর জন্যও।’ যশোদাবেনের ভাই অশোক মোদিও জানাতে ভুললেন না, ‘গোটা দেশের মতো আমরাও খুশি।’

নরেন্দ্র মোদির স্ত্রী যশোদাবেনের বর্তমানে থাকেন তার বাপেরবাড়ি গুজরাতের মেহসানা জেলার ব্রাহ্মণওয়াড়া গ্রামে। সারাদিন পুজোআচ্চা আর উপোসের উপরেই থাকেন। এ দিনও তার অন্যথা হল না। জানালেন, ভোর থেকে রাখা উপবাস ভাঙবেন সব কেন্দ্রের ফল প্রকাশ্যে আসার পর। সে তো অনেক রাত হয়ে যাবে! অনেকটা বিস্ময়-সহ জবাব দিলেন, ‘হ্যাঁ তা তো হবেই। কিন্তু সব ফল না জানা গেলে উপোস ভাঙব কী করে!’ তার পর একটু হেসে, ‘টিভি যদিও বলছে, ৩০০-র অনেক বেশিই পাচ্ছেন উনি।’ পাশে থাকা অশোক মোদি জানান, ‘ও যে কী খুশি হয়েছে!’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন