বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

সিটি করপোরেশন দায়িত্বশীল হোক

| প্রকাশের সময় : ২৪ মে, ২০১৯, ১২:০৬ এএম

আমরা জানি, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে অসংখ্য পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত রয়েছে। তা সত্তে¡ও ঢাকার অসংখ্য মহল্লা-রাস্তায় যথাযথ সময়ে ময়লা পরিস্কার করা হয় না। অথচ যদি হাতিরঝিল প্রকল্পের দিকে তাকাই, তাহলে চোখে পড়বে ভিন্ন চিত্র। হাতিরঝিল এত সুন্দর-পরিচ্ছন্ন হওয়ার কারণ, সেটা বাংলাদেশ সেনাবাহিনীর প্রকল্প। ঢাকাতে যারাই মেয়র হিসেবে নির্বাচিত হন, তাদের সবার প্রথম কথা থাকে ঢাকাকে ক্লিন গ্রিন সিটি করার ঘোষণা। কিন্তু গ্রিন সিটি তো দূরের কথা, ক্লিন সিটি যে কতটুকু হয় সেটাই প্রশ্ন থেকে যায়। দেশের রাজধানী ঢাকাকে প্রথমে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে হবে। এ ব্যাপারে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে আরও কর্মতৎপর ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, যা সবার প্রত্যাশার জায়গা।
হাবিব
মগবাজার, ঢাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন