বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

চৌদ্দগ্রামে গ্রেফতার দাবিতে মানববন্ধন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ মে, ২০১৯, ১২:০৬ এএম

কুমিল্লার চৌদ্দগ্রামে সৌদি প্রবাসীর স্ত্রী তাহমিনা আক্তার পূর্ণি হত্যার বিচার ও ঘাতকদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছে স্বজনরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দোয়েল চত্বর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন তাহমিনার বাবা জয়নাল আবেদীন, চাচাতো ভাই আবদুল কাদের সোহাগ, সোহেল মিয়া, জামাল উদ্দিন, মোসলেহ উদ্দিন, ওসমান, খালা পারভিন বেগম, নাহিদা আক্তার ও বোন কেয়া আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে তাহমিনা আক্তার পূর্ণির বাবা জয়নাল আবেদীন বলেন, যৌতুকের জন্য শ্বশুড়, শ্বাশুড়ি, দেবর ও ননদ কর্তৃক নির্যাতন চালিয়ে গত মঙ্গলবার রাতে আমার মেয়ে তাহমিনা আক্তার পূর্ণিকে হত্যা করেছে। পরে তার লাশ ঘরের ভুতুরের সাথে ঝুলিয়ে রাখে। আমি পূর্ণির হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক বিচার দাবি করছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন