বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তারকা প্রার্থীদের ফল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মে, ২০১৯, ১২:০৬ এএম

ভারতের লোকসভা নির্বাচনে এবার প্রার্থী হয়েছিলেন শীর্ষ রাজনীতিক থেকে খেলোয়াড়, চিত্র তারকারা। তাদের মধ্যে, বিজেপির নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারাণসী আসন থেকে নির্বাচিত হয়েছেন। বিজেপি সভাপতি অমিত শাহ গান্ধীনগর আসনে এগিয়ে আছেন। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী আমেঠি আসনে পরাজিত হয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিজেপির হয়ে জয়ী স্মৃতি ইরাণীকে। তবে ওয়ানাডে এগিয়ে রয়েছেন তিনি। তার মা ও কংগ্রেসের চেয়ারপারসন সোনিয়া গান্ধী রায় বারেলি থেকে এগিয়ে আছেন। উত্তরপ্রদেশে এই একটি মাত্র আসনে জিততে পারে কংগ্রেস। মথুরা থেকে জয়ী বিজেপির হেমা মালিনী, কংগ্রেসের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গুনায় পিছিয়ে, বিজেপির প্রজ্ঞা সিং ঠাকুর ভোপাল আসনে এগিয়ে আছেন। সি পি আই এর কানহাইয়া কুমার বেগুসরাই আসনে পিছিয়ে, জেডিএস’র এইচ ডি দেবেগৌড়া তুমকুর আসনে পিছিয়ে, পিডিপি’র মেহবুবা মুফতি অনন্তনাগ আসনে হেরে গিয়েছেন। এসপিপি মুলায়ম সিং যাদব মেইন পুরি ও অখিলেশ যাদব আজমগড় আসনে এগিয়ে আছেন। তৃণমূলের মুনমুন সেন আসানসোল আসনে পিছিয়ে, বিজেপির সানি দেওল গুরুদাসপুরে এগিয়ে, কংগ্রেসের উর্মিলা মাতÐকার মুম্বাই উত্তর আসনে পিছিয়ে, বিজেপি’র রাজনাথ সিংহ লক্ষণৌ থেকে এগিয়ে, কংগ্রেসের শত্রæঘœ সিনহা পাটনা সাহিব ও মল্লিকার্জুন খাড়গে গুলবর্গা আসনে পিছিয়ে আছেন। তৃণমূলের মহুয়া মৈত্র কৃষ্ণনগর আসনে ও জেকেএনসির ফারুক আবদুল্লাহ শ্রীনগর আসনে জয় পেয়েছেন। সূত্র: ওয়েবসাইট।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন