বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মৌলভীবাজারে টেলিভিশন সাংবাদিকতা প্রশিক্ষণ শুরু

মৌলভীবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ মে, ২০১৯, ১২:০৬ এএম

মৌলভীবাজারে তিন দিনব্যাপী টেলিভিশন সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। মৌলভীবাজার প্রেসক্লাবে গতকাল শুক্রবার দুপুরে প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর মহাপরিচালক জাফর ওয়াজেদ।
উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন পিআইবি পরিচালক জাকির হোসেন, প্রবীন সাংবাদিক এম এ সালাম, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, মৌলভীবাজার টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি শাহ্ অলিদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, আমি বিশ্বাস করি টেলিভিশন নীতিমালা পরিবর্তন করে সরকার সাংবাদিকদের কল্যাণে আরো বেশি করে কাজ করবে। তিনি বলেন, বেশ কিছু টেলিভিশন চ্যানেল সংবাদ বিভাগ বন্ধ করে দিয়েছে যা অত্যান্ত দুঃখজনক, মফস্বল সাংবাদিকদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য ব্যবস্থা গ্রহন করা উচিত বলে মনে করেন তিনি।
জেলায় বিভিন্ন টেলিভিশনে কর্মরত ৩০ সাংবাদিক প্রশিক্ষনে অংশ গ্রহন করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন