শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিরোধী দলীয় নেতা পাচ্ছে না লোকসভা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মে, ২০১৯, ১২:০৬ এএম

২০১৪ সালের ১৬তম লোকসভার মতো এবারও টানা দ্বিতীয়বারের মতো বিরোধী দলের নেতা বঞ্চিত থাকতে যাচ্ছে ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ। বৃহস্পতিবার ঘোষিত ফল অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন জোটের বড় জয়ের পর দ্বিতীয় একক বড় হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে কংগ্রেস। তারা পেতে যাচ্ছে ৫১টি আসন। ৫৪২ আসনের লোকসভায় বিরোধী নেতা নির্বাচন করতে হলে কোনও দলের অন্তত ৫৫টি আসন থাকা দরকার। সেই হিসেবে কংগ্রেস থেকে বিরোধী দলীয় নেতা নির্বাচনে আরও ৪ আসনের দরকার হলেও তা সম্ভবত পাচ্ছে না দলটি। ভারতে বিরোধী দলীয় নেতা একটি সাংবিধানিক নিয়োগ। কেন্দ্রীয় পর্যবেক্ষক কমিশন, কেন্দ্রীয় তথ্য কমিশন, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন এবং ন্যাশনাল জুডিশিয়াল নিয়োগ কমিশনের অংশ এই বিরোধী দলীয় নেতা। পার্লামেন্টের নিয়ম অনুযায়ী, বিরোধী দলীয় নেতা নিয়োগ পেতে হলে পার্লামেন্টে অন্তত দশ শতাংশ বা ৫৫টি আসন থাকতে হয়। তবে বৃহস্পতিবার ঘোষিত ফল অনুযায়ী কোনও দলই ওই সংখ্যক আসন পাচ্ছে না। ৫১টি আসন পেয়ে কংগ্রেসই বৃহত্তম বিরোধী দল হতে যাচ্ছে। অন্যদিকে ৩০৩ আসনে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হতে যাচ্ছে ক্ষমতাসীন বিজেপি। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন