শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রমজানেও যুদ্ধবিরতি নেই জম্মু ও কাশ্মীরে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মে, ২০১৯, ১২:০৬ এএম

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য জম্মু ও কাশ্মীরে গত বছরের তুলনায় এবারের রমজান অনেক বেশি প্রাণঘাতী বিবেচিত হচ্ছে। গত বছর সরকার সেখানে যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। চলতি বছরের রমজানের প্রথম ১৫ দিনে রাজ্যটিতে ছয়টি বড় ধরনের বন্দুকযুদ্ধ হয়েছে। এতে ১২ ইসলামপন্থী ও দুই সেনা সদস্য ও এক বেসামরিক নাগরিক নিহত হয়। অথচ মুসলিম প্রধান অঞ্চলের পবিত্র মাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকার গত বছর জঙ্গিদের সাথে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করার পর রমজানে একটি হত্যাও ঘটেনি। চলতি বছর বিজেপির নেতৃত্বাধীন ভারত সরকার যুদ্ধবিরতির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। এর কারণ জাতীয় নির্বাচন। বিজেপি মুসলিমদের প্রতি সমর্থক কোনো দল হিসেবে নিজেকে পরিচিত করতে চায়নি। এমনটাই মনে করেন বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ শাহ আলী গিলানি ও অন্যরা। তবে এক সিনিয়র পুলিশ কর্মকর্তা ইউসিএনিউজ.কমকে বলেন, গত রমজানের যুদ্ধবিরতি সমাধানের চেয়ে সমস্যাই বেশি সৃষ্টি করেছিল। তিনি বলেন, যুদ্ধবিরতিকে সুযোগ হিসেবে নিয়ে জঙ্গিরা নিজেদের নতুন করে সঙ্ঘবদ্ধ করে সরকারে বিরুদ্ধে ব্যাপকভিত্তিক হামলার কৌশল প্রণয়ন করেছিল। সরকারি হিসেবে দেখা যায়, চলতি বছর ৬৭টি সহিংস ঘটনায় ১৭ বেসামরিক নাগরিক, ৬১ সেনা সদস্য ও ৮৭ জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তান সীমান্তে থাকা কাশ্মিরের প্রায় সব নাগরিক মুসলিম। গত ফেব্রুয়ারিতে পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলায় ৪০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হওয়ার পর সেখানে উত্তেজনা বেড়ে গেছে। ওই সিনিয়র কর্মকর্তা বলেন, রমজানের বিরতির কারণেই পুলওয়ামা ও অন্যান্য হামলা ঘটেছে। তবে আঞ্চলিক রাজনৈতিক দলের নেতা গোলাম নাহি লোন মনে করেন, এই রমজানে জঙ্গিদের সাথে যুদ্ধবিরতি না করে সরকার ভুল করেছে। লোকজন যাতে শান্তিতে ইবাদত করতে পারে, সেজন্য সরকারের উচিত ছিল যুদ্ধবিরতির ব্যবস্থা করা। এসএএম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন