মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

যুক্তরাষ্ট্রের পাল্টা উত্তর তুরস্কের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মে, ২০১৯, ১২:০৬ এএম

যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির মোকাবিলায় প্রস্তুত তুরস্ক। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের চূড়ান্ত সতর্কতার পাল্টা উত্তর দিলেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার। হুলুসি স্পষ্ট জানিয়েছেন, রাশিয়ার থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা এবং সময়সীমা কোনোটাই তুরস্ক মানবে না। গত বুধবার ওয়াশিংটনের তরফে দেওয়া এক বিজ্ঞপ্তিতে তুরস্ককে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, তুরস্ক যদি রাশিয়ার থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ক্রয় করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্ককের সঙ্গে এফ-৩৫ যুদ্ধ বিমান বিক্রির চুক্তি বাতিল করবে। শুধু তাই নয় মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট থেকেও তুরস্ককে বহিষ্কার করা হতে পারে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের তরফ থেকে জানানো হয়, এই পরেও যদি তুরস্ক রাশিয়ার থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ক্রয় করে, তবে তুরস্কের ওপর নিষেদ্ধাজ্ঞা আরোপ করবে তারা। ২০১৭ সালে এস-৪০০ ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে রাশিয়ার সঙ্গে আড়াইশো কোটি ডলারের চুক্তি করে তুরস্ক। সেই অনুসারে আগামী জুলাই মাস থেকে রাশিয়া এস-৪০০ ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে বলে চুক্তিবদ্ধ হয় তুরস্কর সঙ্গে। একইসঙ্গে রাশিয়া ও তুরস্ক একইযোগে এস-৫০০ ক্ষেপণাস্ত্র তৈরি করছে। অপর এক খবরে বলা হয়, তুরস্কে রমজান হলো সহমর্মিতার মাস। ইউরোপীয় ইউনিয়নভুক্ত এ দেশের মুসলিমরা দীর্ঘদিন ধরে ইসলামি বিধি-বিধান পালনে নিষেধাজ্ঞার কবলেও পড়ে থাকতে হয়েছিলো, কিন্তু তবুও ইসলামের প্রতি তাদের অনুরাগ যে মোটেই কমেনি, তা রমজানের আবহ দেখলে বোঝা যায়। রমজান যেন তুর্কিদের কাছে মুক্তির বারতা নিয়ে আসে। এ মাসে তারা প্রাণ খুলে মোনাজাত করে এবং ঘুরে ঘুরে একে অপরের বাড়িতে গিয়ে রমজানের শুভেচ্ছা জানায়। রমজানে তুরস্কে বেচাকেনার মাত্রা বহুগুণে বেড়ে যায়। কিন্তু দিনের বেলায় পর্যটন এলাকা ছাড়া অধিকাংশ এলাকার খাবার হোটেল ও রেস্তোঁরা বন্ধ থাকে। রমজানে শ্রমজীবী মানুষের প্রতি তুর্কি জনগণের নজরকাড়া সহানুভূতি চোখে পড়ে। অনেকেই শ্রমিকদের কাজের ভার কমিয়ে দেয়। শ্রমিক-মালিক একসঙ্গে ইফতার করে। সরকারের পক্ষ থেকে তুরস্কে রমজান মেলার আয়োজন করা হয়। এ মেলায় বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও থাকে। তুরস্কের অধিকাংশ মানুষই ধর্মপরায়ণ। আনাদোলু, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন