শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার দাবি আমরা কৃষকের সন্তান সংগঠনের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ মে, ২০১৯, ১২:০৬ এএম

কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনাসহ ৮ দফা দাবি জানিয়েছে ‘আমরা কৃষকের সন্তান’ নামের একটি সংগঠন। গতকাল শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। আমরা কৃষকের সন্তানের সমন্বয়কারী উৎপল বিশ্বাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা বনানী বিশ্বাস, মিন্টু কুমার মন্ডল ও জয়া বিশ্বাস প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সরাসরি কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয়, দালাল ও মজুদদারদের সিন্ডিকেট ভেঙে দেওয়া, নভেম্বর মাসে সহজ শর্তে কৃষি ঋণ দেওয়া, কৃষি বীমা চালু, জাতীয় কৃষিনীতি প্রণয়ন, অপরিকল্পিত চাল আমদানী ও রফতানি বন্ধ করা, কৃষি বিপণন অধিদফতরকে ঢেলে সাজানো ও কৃষিতে ভর্তুকির বিষয়ে সময়উপযোগী ব্যবস্থা নেওয়া জন্য সরকারের কাছে জোর দাবি জানান। পরে জাতীয় প্রেসক্লাবের সমনে থেকে শাহবাগ পর্যন্ত একটি শোভাযাত্রা করেন সংগঠনটির নেতাকর্মীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন