শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

গাজীপুর মহাসড়ক যানজটমুক্ত রাখার সিদ্ধান্ত

টঙ্গীতে জিসিসি’র সমন্বয় সভা

টঙ্গী সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ মে, ২০১৯, ১২:০৫ এএম

আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াতে গাজীপুরকে যানজটমুক্ত রাখার লক্ষ্যে গতকাল গাজীপুর সিটি করপোরেশন টঙ্গী অঞ্চলের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট সকল বিভাগের এক জরুরি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এডভোকেট জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেন (পিপিএম বার) ও গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবিরের উপস্থিতিতে অনুষ্ঠিত সমন্বয় সভায় ঈদের আগে যে কোন মূল্যে আব্দুল্লাহপুর থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত গাজীপুর মহাসড়ক যানজটমুক্ত রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া ঈদ সামনে রেখে মহাসড়কে সন্ত্রাস, চাঁদাবাজি, গার্মেন্টস শ্রমিকদের সহিংসতা প্রতিরোধ ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় আরো উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলাম, বিজিএমইএর পরিচালক নাসির উদ্দিন, বিআরটি প্রকল্প পরিচালক সানাউল হক, টঙ্গী প্রেসক্লাব সভাপতি এম এ হায়দার সরকার, সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, গাজীপুর জেলা ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ট্রাক কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি মির্জা শামীম আহম্মেদ, সাধারণ সম্পাদক শামসুল আলম মাষ্টার, গাজীপুর জেলা ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি সাধারণ সম্পাদক শামসুল হক রানা, মো. সেলিম মিয়া, মো. তোতা মিয়া, নূরুল ইসলাম প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন