বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভেনেজুয়েলায় কারাগারে দাঙ্গা, নিহত ২৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মে, ২০১৯, ১১:৪৪ এএম

ভেনেজুয়েলার একটি কারাগারে কারাবন্দী ও নিরাপত্তারক্ষীদের মধ্যে দাঙ্গায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন বলে কারাবন্দীদের মানবাধিকার সংস্থা জানিয়েছে।

শুক্রবার ভেনেজুয়েলার পোর্টটুগেসা রাজ্যের জেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১৪ জন কারারক্ষী আহত হয়েছেন। খবর ডেইলি সাবাহ ও দ্য নিউইয়র্ক টাইমসের।

ওই জেলটি রাজধানী কারাকাস থেকে ২২০ মাইল দূরে অবস্থিত। জেলটির ধারণক্ষমতা ২৫০ জন হলেও সেখানে ৫৪০ জন বন্দিকে গাদাগাদি অবস্থায় রাখা হয়েছিল।

ভেনেজুয়েলার কারা পর্যবেক্ষক হামবার্তো প্রাডো বলেন, এ সংঘর্ষের ঘটনায় ১৮ জন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। এছাড়া কারাগারে বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। তবে ভেনেজুয়েলা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

২০১৭ সাল থেকে পৃথক তিনটি দাঙ্গায় ভেনেজুয়েলায় ১৩০ জন বন্দির মৃত্যুর ঘটনা ঘটেছে।

দেশটির অন্তত ৩০টি কারাগার ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এসব জেলে বন্দির সংখ্যা আনুপাতিক হারে বেশি। এছাড়া মাদক ও অস্ত্র সরবরাহ হয়ে থাকে নিয়মিত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন