শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ফের অধিনায়ক মামুনুল, নতুন মুখ তুর্য তাজিকিস্তান ম্যাচের জন্য চূড়ান্ত দল ঘোষণা

প্রকাশের সময় : ২৯ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের প্লে-অফ ম্যাচের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলে নতুন মুখ রহমতগঞ্জ এমএফএসের ফরোয়ার্ড সৈয়দ রাশেদ ত‚র্য। এ ম্যাচে ফের অধিনায়কত্ব ফিরে পেলেন মিডফিল্ডার মামুনুল ইসলাম। ২৬ জনের প্রাথমিক দল থেকে ফর্মহীন থাকায় বাদ পড়েছেন ফরোয়ার্ড আমিনুর রহমান সজিব এবং দুই ডিফেন্ডার ইয়ামিন আহমেদ চৌধুরী মুন্না ও শাকিল আহমেদ। গতকাল বাফুফে ভবনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ২৩ সদস্যের জাতীয় দল ঘোষণা করেন ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ। এ সময় বাফুফে সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এমপি, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, জাতীয় দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু ও সহকারী কোচ সাইফুল বারী টিটু উপস্থিত ছিলেন।
তাজিকিস্তানের বিপক্ষে প্লে-অফ ম্যাচ খেলতে আজই ঢাকা ছাড়বে জাতীয় দল। ২ জুন তাজিকিস্তানের রাজধানী দুশানবে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে মামুনুল বাহিনী। তাজিক ম্যাচকে সামনে রেখে গত ১২ মে শুরু হয় জাতীয় দলের ক্যাম্প। প্রধান কো ডি ক্রুইফের অনুপস্থিতিতে দলকে অনুশীলন করান সহকারী কোচ সাইফুল বারী টিটু। ১৭ মে দলের সঙ্গে যোগ দিয়ে এর দু’দিন পর ৩৬ জনের প্রাথমিক দলটি ছেটে ৩০ জনের নিয়ে আসেন ডি ক্রুইফ। ইনজুরির কারণে ডিফেন্ডার আতিকুর রহমান মিশু ক্যাম্প ছেড়ে চলে যান। আর অনভিজ্ঞতার কারণে বাদ দেয়া হয় খালেকুজ্জামান সবুজ, সৈকত মাহমুদ মুন্না, কৌশিক বড়–য়া, মান্নাফ রাব্বি ও নুরুল আবসারকে। ৩০ জনে নেমে আসা দল থেকে পরে ইনজুরির কারণে আরো চার জন ছিটকে পড়েন। এদের মধ্যে তিন জনই শেখ জামালের। এরা হলেন- মাজহারুল ইসলাম হিমেল, মো. লিঙ্কন ও কেষ্ট কুমার বোস। বাকিজন ঢাকা আবাহনীর শাহেদুল আলম শাহেদ (জুনিয়র)। ২৬ জনের দল নিয়ে এক সপ্তাহের বেশি দু’বেলার টানা অনুশীলন করেন ক্রুইফ। অনুশীলনের মাঝে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলেন। যদিও ক্রুইফের ইচ্ছা ছিল তাজিকদের বিপক্ষে মাঠে নামার আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার। কিন্তু সময় স্বল্পতার কারণে শেষ পর্যন্ত তা আর হয়নি। এতে অবশ্য হতাশ নন ডাচ কোচ। হতাশ নন শিষ্যদের পারফরম্যান্স এবং দল নির্বাচন নিয়েও। দল ঘোষনার পর ক্রুইফ বলেন, ‘দলে যারা সুযোগ পেয়েছে, ‘তারা যোগ্যতা প্রমাণ করেই সুযোগ করে নিয়েছে। ছেলেরা টানা অনুশীলন করেছে। আমি তাদের অনুশীলনে খুশি। খুশি শেখ রাসেলের বিপক্ষে ওদের পারফরম্যান্সেও।’
ক্রুইফ আরো বলেন, ‘নিঃসন্দেহে তাজিকিস্তান শক্ত প্রতিপক্ষ। তাদের হোম গ্রাউন্ডে খেলা হবে। পূর্ব ফলের কথা ভাবতে চাই না। সামনে এগুতে হবে। ম্যাচে শতভাগ দিতে পারলে অবশ্যই ভালো কিছু সম্ভব। জাতির জন্য আমরা ভালো কিছু নিয়েই ফিরতে চাই।’ নতুন মুখ তূর্য এই ডাচম্যান বলেন, ‘ছেলেটিকে আমি ২০১৪ সালে বিকেএসপিতে প্রথম দেখি। দারুণ পরিশ্রমী ছেলে। শরীর স্বাস্থ্যও ভালো। আশাকরি সুযোগ পেলে ছেলেটি ভালো কিছুই করে দেখাবে।’ অধিনায়ক মামুনুল বলেন, ‘তাজিকদের বিপক্ষে আমাদের ভালো রেজাল্ট নেই। তাই ড্র হলেই খুশি হবো। পরে আমাদের হোম গ্রাউন্ডে যে ম্যাচটি আছে, সেখানে আমরা নির্ভার হয়ে নামতে পারব। ড্রয়ের চিন্তা থাকলেও ম্যাচ জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করব আমরা।’
বাংলাদেশ দল: গোলারক্ষক- রাসেল মাহমুদ লিটন, শহীদুল আলম সোহেল ও আশরাফুল ইসলাম রানা, ডিফেন্ডার- রায়হান হাসান, নাসির উদ্দিন চৌধুরী, তপু বর্মণ, নাসিরুল ইসলাম, ফয়সাল মাহমুদ, মামুন মিয়া, আরিফুল ইসলাম, রেজাউল করিম ও ওয়ালী ফয়সাল, মিডফিল্ডার- সোহেল রানা, জামাল ভ‚ঁইয়া, মোনায়েম খান রাজু, শাহেদুল আলম সিনিয়র, মাসুক মিয়া জনি, ইমন মাহমুদ ও মামুনুল ইসলাম (অধিনায়ক) এবং ফরোয়ার্ড- জুয়েল রানা, রুবেল মিয়া, নাবিব নেওয়াজ জীবন ও সৈয়দ রাশেদ তুর্য।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন