শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শালিখায় স্কুলের শহীদ মিনার গুড়িয়ে দেয়ার বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ মে, ২০১৯, ৫:৪৩ পিএম

মাগুরার শালিখা উপজেলার বরইচারা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙ্গায় এলাকায় মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।এ ঘটনার বিচারের বিচারের দাবিতে শনিবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী।নরপতি অভয়চরণ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুধাংশু বিশ্বাস, আসবা বরইচারা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি পরিমল ধর, আড়পাড়া ইউনিয়ন পরিষদের সদস্য বিদ্যুৎ কুমার মন্ডল, কুচয়ামোড়া ইউপির সদস্য স্বরূপ ধর স্বাক্ষরিত স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, শালিখা উপজেলার বরইচারা মাধ্যমিক বিদ্যালয়ে ৫২ এর ভাষা আন্দোলনের শহীদদের স্মরনে তৈরী শহীদ মিনার ও প্রতিষ্ঠাতা ধীরেন্দ্র নাথ বিশ্বাসের সমাধীক্ষেত্র ব্যাক্তিগত স্বার্থে বরইচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ওপ্রধান শিক্ষক এবং অভায়াচরণ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষিকা গত ১২ মে স্থানীয় জনগনের সাসনে তাদের আবেদন নিবেদন উপেক্ষা করে বুল ড্রেজার দিয়ে গুড়িয়ে দেন। এ ঘটনা ঘটতে যাচ্ছে এমন আবেদন উপজেলা নির্বাহী আফিসারের কাছে করলেও তিনি কোন ব্যবস্থা নেননি। স্মাকলিপিতে সমাধী ও ভাষা শহীদের স্মৃতিস্তম্ভ ভাংগার সাথে জড়িতদের বিচার এবং স্মৃতিসবতম্ভ যথাস্থানে স্থাপনের জোর দাবি জানান হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন