বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

একত্রে ইফতারে পারস্পরিক সৌহার্দ্যবোধের চেতনা জাগ্রত হয়

নেজামে ইসলাম পার্টি

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২৬ মে, ২০১৯, ১২:০৪ এএম

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আবদুল লতিফ নেজামী বলেছেন, রমজান মাসে একসাথে ইফতারের মাধ্যমে সার্বজনীন সাম্য, মৈত্রী, মানবিকতা সম্পন্ন মানসিকতা জোরদার করার মহড়া প্রদর্শিত হয় এবং পারস্পরিক সহমর্মিতা ও সৌহার্দ্য বোধের চেতনাকে জাগ্রত করে। তিনি বলেন, ইফতারসহ রমজানের প্রতিটি কর্তব্য ঐশী বিধান এবং মহানবীর (সা.) নির্দেশিত পথে সঠিকভাবে অনুশীলনের মাধ্যমেই মহান আল্লাহ তায়ালার নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করা সম্ভব হয়। গতকাল শনিবার পুরানা পল্টনস্থ মাওলানা আতহার আলী মিলনায়তনে আয়োজিত একত্রে ইফতারের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় মাওলানা আব্দুল লতিফ নেজামী এসব কথা বলেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আবদুর রশিদ মজুমদার , অধ্যাপক এহতেশাম সারোয়ার, মুফতি এএনএম জিয়াউল হক মজুমদার, মুফতি আবদুল কাইয়ূম, মাওলানা শেখ লোকমান হোসেন, মাওলানা একেএম আশরাফুল হক, মাওলানা ওবায়দুল হক, পীরজাদা সৈয়দ মো. আহসান, মাওলানা মাহবুব উল্লাহ, মাওলানা মিজানুর রহমান, রফিকুল ইসলাম, মো. নুরুজ্জামান, মাওলানা আসলাম রহমানী, মাওলানা সাইদুর রহমান, মাওলানা মুজিবুর রহমান, জাহিদ হোসেন, কামাল পাশা বাদশাহ দোজা, ইঞ্জিনিয়ার আবদুল হান্নান আল-হাদী। মাওলানা নেজামী আরো বলেন, রমজান ধনী-দরিদ্রের ব্যবধান ভুলে একত্রে জীবন যাপনের মানসিকতা, নৈতিক ও আত্মিক গুণাবলী অর্জনে সহায়তা করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন