বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পরমাণু যুদ্ধের ঝুঁকি ২য় বিশ্বযুদ্ধের চেয়ে বেশি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৬ মে, ২০১৯, ১২:০৩ এএম

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরমাণু যুদ্ধ বেধে যওয়ার ঝুঁকি এখনই সবচেয়ে বেশি বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক নিরাপত্তা বিশেষজ্ঞ। বিশ্ব নেতাদের ‘অতি জরুরি’ ভিত্তিতে বিষটিকে আরো গুরুত্ব দেওয়া উচিত বলেও মনে করেন তিনি। খবরে বলা হয়, বর্তমানে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে বেশি বলে জানিয়েছেন জাতিসংঘের এক জ্যেষ্ঠ নিরাপত্তা বিশেষজ্ঞ। বিশ্বের উচিৎ এ বিষয়টিকে আরো গুরুত্বের সঙ্গে নেওয়া উচিৎ বলে মঙ্গলবার মন্তব্য করেছেন তিনি। জাতিসংঘের ইনিস্টিটিউট ফর ডিসআর্মামেন্ট রিসার্চের (ইউএনআইডিআইআর) পরিচালক রেনাটা ডন জানিয়েছেন, পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ প্রত্যেকটি দেশের পরমাণু আধুনিকায়ন প্রকল্প রয়েছে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন