মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে হাসপাতালে

শ্যামনগর (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ মে, ২০১৯, ১২:০৬ এএম

ইটভাটার টাকার লেনদেনকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো দায়ের কোপে শ্যামনগর উপজেলার দুরমুজ খালী গ্রামের আবু হোসেন গাজীর পুত্র জাফরুল্লাহ সাদ্দাম (২৫) গুরুতর আহত হয়ে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল ও আহতের পরিবার সূত্রে জানা যায়, ইটভাটার টাকা লেনদেনকে কেন্দ্র করে শ্যামনগর উপজেলার ছোট-শ্যামনগর গ্রামের মনসুর গাজীর পুত্র আল আমিন, আলমগীর, জাহাঙ্গীর, জাহাঙ্গীরের পুত্র আনিছুর, রমজান গাজীর পুত্র মিন্টু দলবদ্ধ হয়ে পরিকল্পিতভাবে গত শনিবার দিনগত রাতে জাফরুল্লাহ সাদ্দামকে ডেকে বাড়ির বাইরে নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দলবদ্ধভাবে তার উপর হামলা করে চাইনিজ কুড়াল দিয়ে মাথায় কোপ মারে। দায়ের কোপে সাদ্দাম মাটিতে পড়ে যায়। এসময় হামলাকারীরা এলোপাতাড়ি মারাপিঠ করে সাদ্দামকে গুরুতর জখম করে। সাদ্দামের চিৎকারে তার পিতাসহ আত্মীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। হামলাকারীরা তাদেরও মারপিঠ করে চলে যায়। সাদ্দাম গুরুতর জখম হওয়ায় সাথে সাথে তাকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে সাদ্দামের অবস্থা গুরত্বর। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন