শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

সাবপোস্ট অফিস চাই

| প্রকাশের সময় : ২৭ মে, ২০১৯, ১২:০৬ এএম

প্রথম শ্রেণির পৌরসভা সদরে ডাকসেবা যথার্থভাবে বজায় রাখতে হলে স্বভাবতই সাবপোস্ট অফিস থাকা লাগে। কিন্তু চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার প্রাণকেন্দ্রে অবস্থানরত ‹প্রথম শ্রেণির পৌরসভা সদর› বারৈয়ারহাটে রয়েছে প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল ব্রাঞ্চ পোস্ট অফিস। একটি ব্যস্ততম পৌর সদরই কেবল নয়, মিরসরাইবাসীর সার্বক্ষণিক মিলন মেলাও বটে। এই বারৈয়ারহাটে কোনো ডাকঘর নেই- এটা অবিশ্বাস্য হলেও সত্য। ডাক বিভাগে সমসাময়িক সেবাগুলো সাধারণ মানুষের জন্য জরুরি হলেও সাবপোস্ট অফিস না থাকায় তা থেকে বঞ্চিত বারৈয়ারহাট পৌরসভার নাগরিকরা। তাছাড়া নিকটস্থ মহাজনহাটে এখন ব্রাঞ্চ পোস্ট অফিস থাকার যৌক্তিকতাও যেখানে নেই, সেখানে অহেতুক পড়ে আছে সাবপোস্ট অফিস। বারৈয়ারহাটে সাবপোস্ট অফিস প্রদানের জন্য ডাক বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি।
মোহাম্মদ ইব্রাহীম খলীলুল্লাহ্, বারৈয়ারহাট, চট্টগ্রাম

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন