শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আশুলিয়ায় চাঁদা না পেয়ে মারধর, আহত ২

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : | প্রকাশের সময় : ২৭ মে, ২০১৯, ১২:০৫ এএম

ঈদকে সামনে রেখে বেপরোয়া হয়ে উঠেছে চাঁদাবাজ চক্র। আশুলিয়ায় একটি পরিবহন কাউন্টারে দাবীকৃত চাঁদা না পেয়ে লুটপাট ও মারধর করে দুই জন কাউন্টার মাস্টারকে রক্তাক্ত জখম করেছে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন উত্তরবঙ্গ এক্সপ্রেস পরিবহন কাউন্টারের মালিক রাজা মোল্লা।
মামলায় আমীর আলী ভুইয়া, সাইমন সরকার, মো. রিয়াজ, রিয়াদ মোল্লা, লিমন সরকার, সামাল মিয়া, কামরুল, উজ্জল সরকার ওরফে নবু, আরিফুল ইসলাম ওরফে সেকান্দার, মফিজুল ইসলঅম মুন্না, আরও অজ্ঞাতনামা ১০জনকে আসামী করা হয়েছে। মামলার বিবরণে জানাগেছে, আশুলিয়া বাইপাইল এলাকায় অবস্থিত উত্তরবঙ্গ এক্সপ্রেস নামক পরিবহন কাউন্টারে কিছুদিন ধরে কাউন্টার মাস্টার জাহাঙ্গীর আলম ও রুমেলের নিকট ৫০হাজার টাকা ও প্রতিগাড়ীতে ৬০০টাকা করে চাঁদা দাবী করে আসছিল চক্রটি। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রকাশ্যে কাউন্টার মাস্টার জাহাঙ্গীর ও রুমেলকে মারধর করে রক্তাক্ত জখম করে। তখন তারা কাউন্টারে ঢুকে নগদ এক লাখ ৭০হাজার টাকা, দুটি মোবাইলফোন হাতিয়ে নেয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন