শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

৩১ অক্টোবরই ইইউ ছাড়ছে ব্রিটেন

চুক্তি হোক বা না হোক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মে, ২০১৯, ১:০০ এএম

চুক্তি হোক বা না হোক আগামী ৩১ অক্টোবর ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়বে বলে জানিয়েছেন কনজারভেটিভ দলের এমপি ইস্থার ম্যাকভি। এমনকি কোনো ধরনের চুক্তি ছাড়াই যদি ইইউ থেকে আলাদা হতে হয় তাহলেও ওই দিনের পর আর ইইউর সঙ্গে থাকছে না ব্রিটেন।
তেরেসা মের পদত্যাগের পর তার স্থান দখলের অন্যতম প্রতিদ্ব›দ্বী ইস্থার ম্যাকভি। স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রেক্সিটপন্থী সাবেক এ মন্ত্রী বলেন, ৩১ অক্টোবরই শেষ দিন, এরপর আমরা বেরিয়ে আসব। যদি এরমধ্যে কোনো চুক্তি না হয় তবে সেভাবেই বেরিয়ে আসবে ব্রিটেন। তিনি আরও বলেন, আমরা এই সময়ের পর আর অতিরিক্ত সময় চেয়ে নেব না। এটাই নির্ধারিত দিন। আর এই অংশটিই আমাদের জনগণ, ব্যবসায়ী কেউ পছন্দ করছে না। সূত্র : রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন