বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পারমাণু কর্মসূচি ইস্যুতে পাকিস্তানের পাশে রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মে, ২০১৯, ১২:২৫ পিএম

পরমাণু সক্ষমতা সম্পন্ন যে কোনো ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনার অধিকার পাকিস্তানের রয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার উপপররাষ্টমন্ত্রী সের্গেই রিয়াবকভ।

তিনি বলেন, পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে পাকিস্তান যতদিন আন্তর্জাতিক নিয়ম মেনে চলবে, ততদিন পর্যন্ত তারা এ অধিকার রাখে। রুশ গণমাধ্যম স্পুটনিক এ খবর জানিয়েছে।

সম্প্রতি শাহীন-২ নামে দূরপাল্লার একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। ক্ষেপণাস্ত্রটি প্রচলিত ও পারমাণবিক উভয় ধরনের অস্ত্র বহনে সক্ষম বলে জানিয়েছে ইসলামাবাদ। ভারতের জাতীয় নির্বাচনে নরেন্দ্র মোদির বিজয়ের দিনই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালায় পাকিস্তান।

পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, শাহীন উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র। এটি এ অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে পাকিস্তানের কৌশলগত প্রয়োজন মেটানোর পূর্ণ সক্ষমতা রাখে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন