শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

বিডি ফাইন্যান্সের ১০% স্টক ডিভিডেন্ট অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ মে, ২০১৯, ৯:৪০ পিএম

দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানী লিঃ (বিডি ফাইন্যান্স) এর ২০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ মে) বিসিআইসি মিলনায়তন ঢাকায় অনুষ্ঠিত সভায় বিডি ফাইন্যান্সের চেয়ারম্যান মানোয়ার হোসেন সভাপতিত্ব করেন। সাধারণ সভায় বিডি ফাইন্যান্স ২০১৮ সমাপ্ত বছরের জন্য শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ট অনুমোদন করে।

সভায় পরিচালনা পরিসদের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান খন্দকার ফজলে রশীদ, পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ, ইউসুফ আমান, মো. আবুল কাশেম, গোলাম হাফিজ আহমেদ, মো. ইমতিয়াজ ইউসুফ, ইহতিয়াজ ইউসুফ, আনসার উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। মিটিং পরিচালনা করেন কোম্পানী সেক্রেটারী মুন্সী আবু নাঈম। এছাড়াও সিএফও সাজ্জাদুর রহমান ভুইঞা, হেড অব এইচআরডি এ.এস.এম তরিকুল ইসলাম, মেজর খালেদ সাইফুল্লাহ (অব.) সহ উর্দ্ধতন কর্মকর্তা ও কোম্পানীর শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন