বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বর্ণবাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৮ মে, ২০১৯, ১২:০৪ এএম

নানা দাবিতে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। একদিকে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে বর্ণবাদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ হয়েছে। অন্যদিকে আরেক অঙ্গরাজ্য নিউ মেক্সিকোতে সীমান্তরক্ষীদের হেফাজতে এ পর্যন্ত ৬ অভিবাসী শিশু মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে পুলিশের নৃশংস আচরণের প্রতিবাদে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। এদিকে আলবেনিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ করেছে দেশটির বিরোধী দলের সমর্থকরা। শনিবার ওহাইও অঙ্গরাজ্যের ডেটনে জড়ো হন শত শত মানুষ। শেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের বিরোধিতা করে বিক্ষোভ করেন বর্ণবাদ বিরোধিরা। এ সময় বর্ণবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তারা। এ শহরে বর্ণবাদের কোন স্থান নেই। আমরা এখানে শান্তি চাই। সবারই সমানভাবে বাঁচার অধিকার রয়েছে। একইদিন যুক্তরাষ্ট্রের আরেক অঙ্গরাজ্য নিউ মেক্সিকোর এল পাসোতে বিক্ষোভ হয়েছে। সীমান্তরক্ষীদের হেফাজতে থাকা অবস্থায় একের পর এক অভিবাসি শিশু মৃত্যুর ঘটনায় ক্ষোভ জানিয়ে বিক্ষোভ করেন বিভিন্ন মানবাধিকার সংগঠনের কর্মীরা। এসব মৃত্যুর ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান তারা। আমাদের সীমান্তে প্রবেশের পর শিশুদের সঙ্গে মানবিক আচরন করতে হবে এবং সঠিকভাবে তাদের দেখভাল করতে হবে। ট্রাম্পের নীতির কারণেই এসব শিশুর মৃত্যু হয়েছে। আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে পুলিশের ধাওয়ার পর গাড়ি দুর্ঘটনায় এক তরুণ ও তিন কিশোর নিহতের ঘটনায় বিক্ষোভ করেছে নিহতের স্বজন ও দেশটির সাধারণ জনগণ। পুলিশের নৃশংস আচরণের প্রতিবাদ জানিয়ে তাদের বিচার দাবি করেন বিক্ষোভকারীরা। এদিকে টানা ৪ মাস ধরে বিক্ষোভ অব্যাহত রয়েছে আলবেনিয়ার রাজধানী তিরানা শহরে। নির্বাচনে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী ইদি রামার পদত্যাগের পাশাপাশি আগাম নির্বাচনের দাবিতে বিক্ষোভ করে দেশটির বিরোধী দলের সমর্থকরা। বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন