বিনোদন ডেস্ক : ঈদ উপলক্ষে এক ঘণ্টার বিশেষ নাটক নির্মাণ করলেন কবরী। নাটকটির নাম ‘তুমি ভালো থেকো’। এতে প্রধান দু’টি চরিত্রে অভিনয় করছেন রিয়াজ ও সুমাইয়া শিমু। আকাশ রঞ্জনের রচনায় একেবারেই ভিন্নধর্মী একটি গল্পের নাটক নিয়ে নাটকটি নির্মিত হচ্ছে। রিয়াজ বলেন, ‘কবরী ম্যাডামের গল্প নির্বাচন সবসময়ই খুব চমৎকার হয়ে থাকে। তুমি ভালো থেকো নাটকের গল্পও ব্যতিক্রম। দর্শকের জন্য গল্পে চমক আছে। দর্শক গল্পে নতুনত্ব পাবেন।’ ‘তুমি ভালো থেকো’ নাটকে ক্যামেরাম্যান হিসেবে আছেন শহীদুল্লাহ শোভন। ঈদে বাংলাভিশনে নাটকটি প্রচার হবে বলে কবরী। এর আগে কবরী রিয়াজকে নিয়ে ‘আবার আসিবো ফিরে’ ধারাবাহিক নাটক নির্মাণ করেছিলেন গত বছরের জুলাই মাসে। এতে রিয়াজের বিপরীতে অভিনয় করেছিলেন অহনা। উল্লেখ্য, সর্বশেষ একটি তেরো পর্বের ধারাবাহিক নাটক নির্মাণ করেছিলেন কবরী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন