অনেকেরই কৌতূহল টিভি অভিনেত্রী মাহি বিজ কেন বিয়ের পর তার নামের শেষে বিজ রেখে বা ছেঁটে ভানুশালি যোগ করেননি। এক সময় এমনও গুজব রটেছে এ নিয়ে তার স্বামী এবং অভিনেতা জয় ভানুশালির সঙ্গে তার ঝগড়াও হয়েছে।
আসলে জয় মাহির এই নামের ব্যাপারটি অনেক আগেই মেনে নিয়েছেন। তাদের বিয়ের বয়স এখন পাঁচ বছর। দম্পতিদের মাঝে স্বাভাবিক খিটিমিটি ছাড়া তেমন বড় কোন সমস্যায় পড়েননি তারা। পরস্পরের প্রতি তাদের ভালবাসাও গভীর।
সম্প্রতি মাহি তার নামের বিষয়টি খোলাসা করতে গিয়ে জানিয়েছেন, তিনি বরাবরই তার বাবার চোখের মণি এবং গর্ব। আর বাবার থেকে পাওয়া নামের অংশটিও তার গর্বের। তিনি জন্মের পর যে পরিচয়ে বড় হয়েছেন সেটি রাখার পক্ষপাতী তিনি, তাই আর নাম বদলাননি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন